ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তীব্র শীতে দিল্লিতে স্কুল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
তীব্র শীতে দিল্লিতে স্কুল বন্ধ

শৈত্যপ্রবাহের কারণে সব বেসরকারি স্কুল ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার পরামর্শ দিয়েছে দিল্লি সরকার। রোববার (৮ জানুয়ারি) দিল্লির ডিরেক্টরেট অব এডুকেশনের পক্ষ থেকে এ পরামর্শ দেওয়া হয়।

বলা হয়েছে, সরকারি স্কুলগুলোও একই দিন পর্যন্ত বন্ধ থাকবে।

গতকাল দিল্লির বেসরকারি স্কুলগুলোর শীতের ছুটি শেষ হয়েছে। আজ সোমবার থেকে স্কুলগুলো খোলার কথা ছিল। এরই মধ্যে রোববার এই পরামর্শ দিলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কয়েক দিন ধরেই দিল্লিসহ এর আশপাশের এলাকার তাপমাত্রা কমছিল। রোববার শীতের প্রকোপ ছিল সবচেয়ে বেশি। গতকাল দিল্লির তাপমাত্রা রেকর্ড করা হয় ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত ১০ বছরে এটি দিল্লির দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে ২০২১ সালের রাজধানীর তাপমাত্রা ছিল ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

ঘন কুয়াশার সঙ্গে শৈত্যপ্রবাহ সড়ক, রেল ও বিমান চলাচলে প্রভাব ফেলেছে। কুয়াশার কারণে দেরিতে ছাড়ছে ট্রেন, ফ্লাইট।

তুষারপাতের আশংকার কথা জানিয়ে ভারতীয় আবহাওয়া বিভাগ মানুষদের ঘরের বাইরের কার্যকলাপ সীমিত করার আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৫১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।