ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
সোমালিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ৩৫

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় ভয়াবহ গাড়িবোমা হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নয় জন একই পরিবারের।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৪০ জন।

বুধবার (৪ জানুয়ারি) মধ্য সোমালিয়ায় জঙ্গি সংগঠন আল শাবাবের দুটি গাড়ি বোমা বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।

সোমালিয়ার এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বুধবার (৪ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মাহাস শহরে এ ভয়াবহ হামলার ঘটনা ঘটে। আল শাবাব মূলত আল কায়েদার সহযোগী সংগঠন।

সোমালিয়ার হিরশাবেল প্রদেশের ডেপুটি পুলিশ কমিশনার হাসান-কাফি মোহাম্মদ ইব্রাহিম রয়টার্সকে বলেছেন, ‘নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। ’

মরদেহের বর্ণনা দিয়ে প্রত্যক্ষদর্শী আদান হাসান বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘এটি একটি ভয়ঙ্কর হামলা ছিল। ’

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।