ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৪

অস্ট্রেলিয়ায় মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্তত আরও তিনজন।

সোমবার (২ জানুয়ারি) অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টার দিকে ব্রিসবেনের দক্ষিণে অবস্থিত গোল্ড কোস্টের প্রধান সমুদ্র সৈকতের জনপ্রিয় পর্যটন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুইন্সল্যান্ড পুলিশ ইন্সপেক্টর গ্যারি ওয়ারেল সাংবাদিকদের বলেন, ‘সংঘর্ষের পর হেলিকপ্টার সি ওয়ার্ল্ড রিসোর্ট এলাকার তীরে বিধ্বস্ত হয়। উপকূল থেকে দূরে হওয়ায় জরুরি পরিষেবাগুলোর পক্ষে সেখানে পৌঁছানো কঠিন ছিল। ’

কুইন্সল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিসের (কিউএএস) জেনি শেয়ারম্যান জানান, ‘দুটি হেলিকপ্টারে মোট ১৩ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে চারজন মারা গেছেন ও তিনজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া হেলিকপ্টারের ধ্বংসাবশেষে ছয়জন সামান্য আঘাত পেয়েছেন। ’

‘আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে’ বলেও জানান তিনি।

পুলিশ ইন্সপেক্টর গ্যারি ওয়ারেল বলেন, ‘এখন পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। প্রাথমিক তদন্তে দেখা গেছে, দুর্ঘটনায় কবলিত হেলিকপ্টারগুলোর মধ্যে একটি আকাশে উড়ছিল, অন্যটি অবতরণের সময় এ সংঘর্ষ হয়। একটি মাটিতে অবতরণ করতে পারলেও অন্যটি বিধ্বস্ত হয়। ’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পর আশপাশের পুলিশ ও জনসাধারণ ঘটনাস্থলে পৌঁছে হেলিকপ্টারের ভেতরে থাকা ব্যক্তিদের সরিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। ’

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।