ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে পশ্চিমাদের অস্ত্র সরবরাহ বন্ধের পরিকল্পনা করছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
ইউক্রেনে পশ্চিমাদের অস্ত্র সরবরাহ বন্ধের পরিকল্পনা করছে রাশিয়া

ইউক্রেনীয়দের জন্য বিদেশ থেকে পাঠানো অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ বন্ধ করার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে রাশিয়া।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ তথ্য জানিয়েছেন।

বুধবার (২৮ ডিসেম্বর) রুশ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেছেন, ‘পশ্চিম থেকে ইউক্রেনে অস্ত্র সরবরাহের পথ বন্ধ করতে সামরিক বিশেষজ্ঞরা আহ্বান জানিয়েছেন। আমরা সে লক্ষ্যে কাজ করছি। ’

তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করছি পশ্চিমাদের কাছ থেকে ইউক্রেন আরও বেশি পরিমাণ ও ভালো অস্ত্র পাচ্ছে। তবে ইউক্রেনের অবকাঠামো, যেমন দেশটির জ্বালানি গ্রিডের ওপর রাশিয়ার আক্রমণ ইতোমধ্যেই এই নতুন অস্ত্র সরবরাহকে আরও কঠিন করে তুলছে। ’

‘আমি নিশ্চিত যে এই বিষয়ে বিভিন্ন পরিকল্পনা প্রয়োগ করা হচ্ছে’ তিনি যোগ করেছেন।

মস্কো তার লক্ষ্য অর্জন করবে নিশ্চিত করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের ধৈর্য ও অধ্যবসায়ের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য অর্জন করব। এটি আমাদের জনগণ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ। ’

রাশিয়া যুদ্ধক্ষেত্রে তার লক্ষ্য অর্জনে সময় নেবে জানিয়ে ল্যাভরভ বলেন, ‘আমাদের কোনো তাড়া নেই। ’

‘আমরা ধৈর্যশীল মানুষ। আমরা শতাব্দীর পর শতাব্দী রাশিয়ান ভূমিকে রক্ষা করব। ’

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।