ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গ্লোবাল ক্যারিয়ার অ্যাওয়ার্ডে এয়ারটেলের বিশ্বস্বীকৃতি 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
গ্লোবাল ক্যারিয়ার অ্যাওয়ার্ডে এয়ারটেলের বিশ্বস্বীকৃতি 

ঢাকা: লন্ডনে অনুষ্ঠিত গ্লোবাল ক্যারিয়ার অ্যাওয়ার্ডসে বিশ্বস্বীকৃতি পেয়েছে তরুণদের সেরা টেলিকম ব্র্যান্ড এয়ারটেল।  

সম্প্রতি বিশ্বজুড়ে ২৮৩ প্রতিযোগীর মধ্যে এয়ারটেলের ‘#airteleidchallenge’ ক্যাম্পেইনটি সেরা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের পুরস্কার পায়।

 

বাংলাদেশের প্রথম ক্যাম্পেইন হিসেবে নতুন মাধ্যম টিকটকে রেকর্ড সময়ে এবং উল্লেখযোগ্য হারে ট্র্যাকশন পেয়েছিলো এয়ারটেল ঈদ চ্যালেঞ্জ। এক সপ্তাহেরও কম সময়ে ২৪ হাজারের বেশি ইউজার-জেনারেটেড এন্ট্রির মাধ্যমে বাংলাদেশে টিকটকে বিপণনের এক নতুন পথ উন্মোচন করেছে ক্যাম্পেইনটি।  

গ্লোবাল ক্যারিয়ার অ্যাওয়ার্ড হোলসেল টেলিকম এবং কানেক্টিভিটি খাতের প্রখ্যাত অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোর মধ্যে একটি। চীন, দুবাই (ইউএই), মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, হংকং এবং সুইডেনের ৪শ’র বেশি পেশাজীবীরা তাদের সহকর্মীদের উৎসাহ প্রদান এবং তাদের কৃতিত্বের স্বীকৃতি প্রদানে লন্ডনের বিখ্যাত ভেন্যু ‘The O2’ এ জড়ো হয়েছিলেন। অ্যাওয়ার্ডটিতে চলতি বছর আজিয়াটা গ্রুপের একমাত্র বিজয়ী এয়ারটেল ঈদ চ্যালেঞ্জ।  

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।