ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইফোন ফোর ভোক্তা হলেন

রশিয়ার প্রেসিডেন্ট

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৭ ঘণ্টা, জুন ২৫, ২০১০

Medvedev becomes first iPhone 4 owner in Russiaরাশিয়ার সর্বপ্রথম আইফোন ফোর ভোক্তা হলেন দেশটির প্রেসিডেন্ট দিমিত্রি ম্যাডভিদ্যাভ। স্বয়ং অ্যাপল প্রধান নির্বাহী স্টিভ জবস থেকেই তিনি আইফোন ফোর গ্রহণ করেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোয় অবস্থিত অ্যাপলের প্রধান কার্যালয় পরিদর্শনের সময় তার হাতে পণ্যটি তুলে দেন জবস।  

উল্লেখ্য, এ মূহুর্তে শুধু জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানীতে আইফোন ফোর উন্মোচন করা হয়েছে। তবে রাশিয়াতে আগামী সেপ্টেম্বর মাসে আইফোন ফোর উন্মোচিত হবে বলে অ্যাপল সূত্রে জানানো হয়।  

বাংলাদেশ স্থানীয় সময় ১৪৫২ ঘণ্টা, জুন ২৫, ২০১০
এমআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।