ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আবারও পেছালো নকিয়া এন৮ উন্মোচন

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১০
আবারও পেছালো নকিয়া এন৮ উন্মোচন

২৩ সেপ্টেম্বর নকিয়ার বহুল প্রত্যাশিত স্মার্টফোন নকিয়া এন৮ উন্মোচনের কথা ছিল। কিন্তু এন৮ উন্মোচনের দিন আবারও পিছিয়ে দেওয়া হচ্ছে বলে নির্মাতা সূত্র জানিয়েছে।

তবে এ মডেল উন্মোচনের নির্ধারিত দিন পিছিয়ে দেওয়ার কোনো যৌক্তিক কারণ এখনও জানা যায়নি।

নকিয়ার মুখপাত্র জানিয়েছেন, আগামী অক্টোবরে এন৮ উন্মোচনের সম্ভাবনা আছে। এরই মধ্যে যারা এ মডেলের জন্য আবেদন করেছে তাদের এ মাসের শেষভাগে মডেল বুঝিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এ মুহূর্তে এন৮ মডেলের কারিগরি দিকগুলো চূড়ান্তভাবে পরীক্ষা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, নকিয়ার এন৮ মডেল উন্মোচনের পর তা অ্যাপল আইফোনের সঙ্গে যোগ্য প্রতিদ্বন্দ্বীতা করবে। যা নকিয়া মুনাফার পরিমাণকে উল্লেখযোগ্যভাবে বাড়াতে সক্ষম হবে।

এরই মধ্যে নকিয়া এন৮ এর আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলো উপস্থাপন করা হয়েছে। এর মূল বৈশিষ্ট্যের মধ্যে আছে ৩.৫ ইঞ্চির স্পর্শক পর্দা। আর ১২ মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে আছে এইচডি ভিডিও, ওয়েব টিভি এবং লাইভ অভি ম্যাপ সুবিধা।

তথ্য ধারণে আছে ১৬ গিগাবাইট অনবোর্ড স্টোরেজ। সঙ্গে যুক্ত আছে মাইক্রো ইউএসবি সকেট। নেটওয়ার্ক বৈশিষ্ট্যের মধ্যে আছে থ্রিজি, ব্লুটুথ এবং ওয়াইফাই ইন্টারনেট সুবিধা। আর বিভিন্ন ফিচার উপভোগে যুক্ত হয়েছে প্রয়োজনীয় সব অ্যাপলিকেশন।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।