ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টিআরএনবির সভাপতি রাশেদ, সম্পাদক রবিন

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
টিআরএনবির সভাপতি রাশেদ, সম্পাদক রবিন

ঢাকা: দেশের টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি রাশেদ মেহেদী সভাপতি ও যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার এস এম মাসুদুজ্জামান রবিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এই কমিটি এপ্রিল থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।  

মঙ্গলবার (২২ মার্চ) রাতে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

সাত সদস্যের কমিটিতে কোষাধ্যক্ষ পদে দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার ফারুক হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক পদে টেকশহরের নির্বাহী সম্পাদক আল-আমীন দেওয়ান নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হয়েছেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সমীর কুমার দে, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি পান্হ রহমান ও বাসসের সিনিয়র রিপোর্টার মাজহারুল আনোয়ার খান শিপু।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।