ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বান্দরবানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
বান্দরবানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

বান্দরবান: তরুণদের মধ্যে বিজ্ঞান সচেতনতা সৃষ্টি ও প্রযুক্তিগত উদ্ভাবনী মনোভাব বিকাশের লক্ষ্য নিয়ে বান্দরবানে চলছে দিনব্যাপী ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, মো. শাহ নেওয়াজ মেহেদী, বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল হকসহ বান্দরবান জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই বিজ্ঞান মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১১টি প্রজেষ্ট টিম, ১৩টি অলিম্পিয়াড টিম এবং ১৩টি কুইজ টিমসহ সরকারি কয়েকটি প্রতিষ্টান মেলায় অংশ নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।