ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘আমার বঙ্গবন্ধু’ গেমিং অ্যাপসের কার্যক্রম নিয়ে ক্যাম্পেইন

ডিস্ট্রিক্ট করেসপরেন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
‘আমার বঙ্গবন্ধু’ গেমিং অ্যাপসের কার্যক্রম নিয়ে ক্যাম্পেইন

মাগুরা: মাগুরায় জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য সংগ্রামী জীবন ও আদর্শকে তরুণ প্রজন্মের কাছে ডিজিটাল প্ল্যাট ফরমে তুলে ধরতে মোবাইল গেমিং ও শিক্ষণীয় অ্যাপসের ক্যাম্পেইন শুরু হয়েছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে শহরের চৌরঙ্গী মোড়ে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ‘বিএনসিসি’র সুন্দরবন রেজিমেন্ট খুলনার তত্ত্ববাবধানে মাগুরা সরকারি মহিলা কলেজের বিএনসিসি প্লাটুন বঙ্গবন্ধু অ্যাপ কার্যক্রম ছড়িয়ে দিতে দিনব্যাপী ক্যাম্পেইন পরিচালনা করে।

সরকারি মহিলা কলেজের বিএনসিসি প্লাটুন কমান্ডার সহযোগী অধ্যাপক তারিকুল ইসলাম হীরকের নেতৃত্বে বিএনসিসির টিম বিভিন্নস্তরের জনসাধারণ তাদের নিজস্ব মোবাইলে ‘আমার বঙ্গবন্ধু’ গেমিং অ্যাপসটি ইনস্টল করে দেন।

বিএনসিসি’র প্লাটুন কমান্ডার সহযোগী অধ্যাপক তারিকুল ইসলাম হীরক জানান, সবার মোবাইলে অ্যাপসটি ইনস্টল করার কার্যক্রম চালানো হচ্ছে। আগামী ১ সপ্তাহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা এ কার্যক্রম চালিয়ে যাবেন।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।