ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ক্লাউড কমপিউটিং সেবায় ওরাকলের চমক

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০
ক্লাউড কমপিউটিং সেবায় ওরাকলের চমক

ক্লাউড কমপিউটিং সেবার মানোন্নয়নে নতুন ডিভাইস উন্মুক্ত করেছে সফটওয়্যার নির্মাতা ওরাকল। নতুন এ ডিভাইসে একের ভিতরে সব বৈশিষ্ট্য পাওয়া যাবে।

সম্প্রতি ওরাকলের বার্ষিক সভায় এ পণ্য উন্মোচন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ল্যারি ইলিসন।

সভায় জানানো হয় নতুন ক্লাউড কমপিউটিং ডিভাইসটি সার্ভার, স্টোরেজ এবং ওরাকলের সফটওয়্যারসহ নেটওয়ার্ক প্রযুক্তির এক সম্মন্বিত প্যাকেজ। যার মাধ্যমে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান খুব সহজেই তাদের তথ্য সংরক্ষণ করতে পারবে এবং প্রাতিষ্ঠানের নির্দিষ্ট ব্যবসায়িক সফটওয়্যারগুলো পরিচালনা করতে পারবে।

ল্যারি ইলিসন জানান, তারা ইউরোপের সফটওয়্যার গুরু এসএপি এজি এবং ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনের (আইবিএম) বিজনেস সফটওয়্যার ও ডাটাবেজ পণ্যগুলোর সঙ্গে যোগ্য প্রতিদ্বন্দ্বীতা করতে এ উদ্যোগ নিয়েছে। তাছাড়া আইবিএম ও বিশ্বের খ্যাতনামা হার্ডওয়্যার নির্মাতাদের তুলনায় ওরাকলের হার্ডওয়্যার ব্যবসাকে এগিয়ে নেওয়ার তাগিদেও এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

বাংলাদেশ স্থানীয় সময় ২১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।