ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

২০২০ সালে সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপ ‘টিকটক’

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
২০২০ সালে সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপ ‘টিকটক’

ঢাকা: ২০২০ সালে বিশ্বজুড়ে সর্বাধিক ডাউনলোড হওয়া স্মার্টফোনভিত্তিক অ্যাপ হচ্ছে ‌‘টিকটক’। শীর্ষ পাঁচের মধ্যে ফেসবুক পরিবারের বাইরে টিকটকই একমাত্র অ্যাপ।

সম্প্রতি প্রযুক্তি বিশ্লেষণী প্রতিষ্ঠান অ্যাপ অ্যানি নিজেদের এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। এতে বলা হয়, সারাবিশ্বে ২০২০ সালে সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপ ‘টিকটক’। এমনকি চীনেও টিকটকের চীনা সংস্করণ সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপ।

এছাড়া শীর্ষ পাঁচে ফেসবুক মালিকানাধীন অ্যাপগুলোর বাইরে টিকটকই একমাত্র অ্যাপ হিসেবে অবস্থান করে নিয়েছে। তালিকার দ্বিতীয় থেকে পঞ্চম অবস্থানে আছে যথাক্রমে ফেসবুক অ্যাপ, হোয়াটস অ্যাপ, ইন্সটাগ্রাম এবং ফেসবুকের মেসেঞ্জার অ্যাপ।

এর আগে ২০২০ সালেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রমণের শিকার হয়েছিল ‘টিকটক’। অ্যাপটির ব্যবহারকারীদের তথ্য চীনা সরকার নিতে পারে অভিযোগ তুলে এটিকে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে মন্তব্য করেছিলেন তিনি।

এমনকি যুক্তরাষ্ট্রে টিকটক চালু রাখতে হলে স্থানীয় কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে ব্যবসা করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এরপরই টিকটকের মালিকানা প্রতিষ্ঠান বাইট ড্যান্স মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের সঙ্গে যৌথভাবে ব্যবসা করার উদ্যোগ নিয়েছিল। অবশ্য জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সেই উদ্যোগ থেমে যায়।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
এসএইচএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।