ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্রতি সেকেন্ডে বিক্রি হচ্ছে

৭টি উইন্ডোজ সেভেন

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪১ ঘণ্টা, জুন ২৪, ২০১০

Windows-7মাইক্রোসফটের ইতিহাসে অপারেটিং সিস্টেম বিক্রির রেকর্ড গড়ল উইন্ডোজ সেভেন। ইতিমধ্যে ১৫ কোটি লাইসেন্স উইন্ডোজ সেভেন বিক্রি করে মাইক্রোসফটের অপারেটিং সিস্টেমের খতিয়ানে শীর্ষ জায়গাটি দখলে নিয়েছে উইন্ডোজ সেভেন।



উল্লেখ্য, ২০০৯ সালে ২২ অক্টোবর থেকে বিশ্বব্যাপী বাণিজ্যিকভাবে উইন্ডোজ সেভেন এর বিপণন শুরু হয়। সে হিসেবে এ মুহুর্তে প্রতি সেকেন্ডে ৭টি করে উইন্ডোজ সেভেন এর লাইসেন্স অপারেটিং সিস্টেম বিক্রি হচ্ছে। মাইক্রোসফট নিয়ন্ত্রিত নিজস্ব ব্লগে জানানো হয়, করপোরেট ভোক্তাদের মধ্যে ৭৫ ভাগই উইন্ডোজ সেভেন ব্যবহারে আগ্রহী হয়ে উঠছে।       

অন্যদিকে আজ বৃহস্পতিবার থেকে মাইক্রোসফট তাদের নতুন বেটা সংস্করণের ম্যাসেঞ্জার, ফটো গ্যালারি ও মুভি মেকার উন্মুক্ত করেছে।    

বাংলাদেশ স্থানীয় সময় ১৪১৫ ঘণ্টা, জুন ২৪, ২০১০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।