ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিল বকেয়া: এসএটিভি-চ্যানেল নাইনের সম্প্রচার বন্ধ 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, মে ২১, ২০২১
বিল বকেয়া: এসএটিভি-চ্যানেল নাইনের সম্প্রচার বন্ধ 

ঢাকা: দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সেবা নেওয়ার বিল বকেয়া পড়ায় বেসরকারি টেলিভিশন এসএটিভি ও চ্যানেল নাইনের সম্প্রচার বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

বিল বকেয়া পড়ায় বৃহস্পতিবার (২০ মে) দিনগত রাত থেকে এ চ্যানেল দুটির সম্প্রচার বন্ধ রয়েছে।

 

বিএসসিসিএল চেয়ারম্যান শাহজাহান মাহমুদ জানিয়েছেন, বিল বকেয়া থাকায় বৃহস্পতিবার (২০ মে) রাত থেকে তাদের সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

শাহজাহান মাহমুদ বলেন, বকেয়া বিল পরিশোধ করার পর তাদের সেবা চালু করা হবে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মে ২১, ২১ 
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।