ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডিসেম্বরের মধ্যে সাড়ে ৪ হাজার ইউনিয়নে ব্রডব্যান্ড: পলক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, মে ২, ২০২১
ডিসেম্বরের মধ্যে সাড়ে ৪ হাজার ইউনিয়নে ব্রডব্যান্ড: পলক

ঢাকা: চলতি বছরের ডিসেম্বর নাগাদ দেশের প্রায় সাড়ে ৪ হাজার ইউনিয়নে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।  

এর মধ্যে দিয়ে দেশের প্রায় সব ইউনিয়নই অপটিক্যাল ফাইবারের আওতায় চলে আসবে বলেও জানান তিনি।

 

রোববার (২ মে) ‘টেলিযোগাযোগ সুবিধাবঞ্চিত এলাকাসমূহে ব্রডব্যান্ড কানেক্টিভিটি স্থাপন প্রকল্প’র উদ্বোধন করা হয়। ইউনিয়ন পর্যায়ে ব্রডব্যান্ড সংযোগ স্থাপনে নেওয়া এই প্রকল্পের উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।  

এসময় পলক বলেন, দেশে বিটিসিএলের মাধ্যমে এক হাজার ২০০, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর ইনফো সরকার ৩ প্রকল্পের আওতায় দুই হাজার ৬০০  ইউনিয়ন ফাইবার অপটিক্যালের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত হয়েছে। এছাড়া ৬১৭টি ইউনিয়ন ফাইবার অপটিক্যাল হাই স্পিড ইন্টারনেট ব্রডব্যান্ড কানেকটিভিটির আওতায় নিয়ে আসার জন্য কাজ চলছে। আশা করা যাচ্ছে ২০২১ সাল নাগাদ মূল অবকাঠামোগত উন্নয়নের কাজ শেষ হবে।

প্রতিমন্ত্রী বলেন, আর মাত্র ১শটি ইউনিয়ন বাকি থাকবে। যেটি প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাইয়ের নির্দেশনা দিয়েছেন যে, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট থেকে একশো-দেড়শোর মতো ইউনিয়ন বাকি থাকবে সেখানে আমরা পাহাড় এবং দ্বীপ, যেখানে আমরা ফাইবার অপটিক্যাল ক্যাবল নিয়ে যেতে পারছি না সেগুলোতে আমরা বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটের মাধ্যমে যুক্ত করবো।

দেশে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আগামী কয়েক মাসের মধ্যে ৩০০ নির্বাচনী আসনে ‘স্কুল অব ফিউচার’ গড়ে তোলা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, প্রত্যেকটি সংসদীয় আসনে একটি করে ‘স্কুল অব ফিউচার’ মডেল স্কুল হবে। যেখানে শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষকদের উপস্থিতি, তাদের ক্লাসে উপস্থিত হওয়া, তাদের কোর্স কারিকুলাম সবকিছু অনলাইনে থাকবে। পাশাপাশি তাদের ‘স্কুল অব ফিউচার’ ল্যাবে তারা হাতে কলমে ফ্রন্টেড টেকনোলজি সম্পর্কে জানতে পারবে।

ভার্চ্যুয়াল মাধ্যমে আয়োজিত এই অনুষ্ঠানে যুক্ত হয়ে দুর্গম এলাকায় তথ্য-প্রযুক্তি নেটওয়ার্ক স্থাপন (কানেক্টেড বাংলাদেশ) প্রকল্প পরিচালক জগদীশ চন্দ্র সরকার বলেন, আজ লালমনিরহাটের দহগ্রাম, কুড়িগ্রামের রমনা,গাইবান্ধার কামদিয়া, সিরাজগঞ্জের গান্ধাইল ইউনিয়নসহ দেশের বিভিন্ন উপজেলার ২১টি ইউনিয়নে ব্রডব্যান্ড কানেক্টিভিটি স্থাপনের কাজ একযোগে শুরু হচ্ছে।

ইউনিয়ন পরিষদগুলোতে ডিজিটাল সেন্টার চালু করা গেলে পার্শ্ববর্তী অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে যুক্ত করা যাবে এবং সরকারের বিভিন্ন ই-সেবা জনগণ সহজে নিতে পারবেন বলে জানান বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, মে ০২, ২০২১
এসএইচএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।