ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অস্ট্রেলিয়ায় সংবাদ কন্টেন্ট বন্ধ করলো ফেসবুক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
অস্ট্রেলিয়ায় সংবাদ কন্টেন্ট বন্ধ করলো ফেসবুক

অস্ট্রেলিয়া থেকে ফেসবুকে আর কোনো সংবাদ কন্টেন্ট দেখা যাচ্ছে না। সরকারের সঙ্গে সমঝোতা না হওয়ায় ফেসবুক এই প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে।

 

গুগল, ফেসবুকসহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মকে ‘মুনাফার ভাগ গণমাধ্যমকে দিতে হবে’ এমন একটি আইন নিয়ে অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে সমঝোতা না হওয়ায় ফেসবুক সংবাদ কন্টেন্ট বন্ধ করার প্রক্রিয়ায় যায়।

দেশটিতে থেকে কোনো সংবাদ শেয়ার করার সুযোগও বন্ধ করে দিয়েছে ফেইসবুক।

রয়টার্সের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই অস্ট্রেলিয়ার বাসিন্দারা তাদের ফেসবুক অ্যাকাউন্টের নিউজ ফিডে কোনো সংবাদ কনটেন্ট দেখতে পাচ্ছেন না। সব গণমাধ্যমের পেজও হাওয়া।  

এমনকি অস্ট্রেলিয়ার বাইরে থেকেও দেশটির গণমাধ্যমগুলোর ফেসবুক পেজ দেখা যাচ্ছে না।

তবে ফেসবুকের এই নাটকীয় সিদ্ধান্তের বিষয়টি সমালোচনার মুখে পড়েছে। কারণ নাগরিকদের শেয়ার করা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কন্টেন্ট সরিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া উচিত ছিল।  

অস্ট্রেলিয়া সরকারও ফেসবুকের সমালোচনা করে বলেছে, হঠাৎ এমন পদক্ষেপের ফলে ফেসবুকের গ্রহণযোগ্যতাই প্রশ্নবিদ্ধ হয়ে গেল।  

জানা গেছে, নতুন একটি আইন করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সরকার, যা পাস হলে গণমাধ্যমকে লাভের ভাগ দিতে বাধ্য থাকবে গুগল, ফেসবুকসহ অন্যান্য প্রযুক্তি কোম্পানিগুলো।  

প্রযুক্তি কোম্পানিগুলো মনে করে, প্রস্তাবিত আইনটি ইন্টারনেটের মৌলিক ধারণার সঙ্গে সাংঘর্ষিক।

তবে গুগল এরইমধ্যে রুপার্ট মারডকের নিউজ করপোরেশনকে লাভের ভাগ দিতে রাজি হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।