ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্ট্যান্ডার্ড চার্টার্ড ও রবির কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
স্ট্যান্ডার্ড চার্টার্ড ও রবির কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড

ঢাকা: এন্টারপ্রাইজ বিজনেস গ্রাহকদের উদ্ভাবনী সেবার লক্ষ্যে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং রবি আজিয়াটা লিমিটেড (রবি)। এ উপলক্ষে সম্প্রতি কোম্পানি দু’টির মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

ফলে স্মার্ট অ্যানালিটিকস, ডেটা সায়েন্স ও ডিজিটাল প্রযুক্তির অন্য ক্ষেত্রে তাদের চলমান পার্টনারশিপ আরো গতিশীল হবে।  

রাজধানীর রবি করপোরেট অফিসে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ ও স্ট্যান্ডার্ড চার্টার্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার নাসের এজাজ বিজয় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন। এসময় যৌথভাবে বিভিন্ন উদ্ভাবনী ডিজিটাল সল্যুশনের মাধ্যমে গ্রাহকদের আরো আকর্ষণীয় সেবার প্রতিশ্রুতি জানিয়েছেন তারা।

রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, আমাদের এন্টারপ্রাইজ বিজনেস গ্রাহকরা দেশ ও দেশের বাইরে তাদের ব্যবসা সম্প্রসারিত করছেন। এর ফলে তাদের ব্যবসার ধরনে একটা পরিবর্তন এসেছে। তাদের চাহিদাও পরিবর্তিত হচ্ছে। কিন্তু প্রথাগত অফারগুলো এই চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে। শীর্ষস্থানীয় ডিজিটাল কোম্পানি হিসেবে আমরা গর্বিত যে ডিজিটাল প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে আমরা আমাদের এন্টারপ্রাইজ গ্রাহকদের নতুন নতুন চাহিদাগুলো পূরণে সমর্থ হচ্ছি। এক্ষেত্রে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মতো প্রতিষ্ঠান এগিয়ে আসায় আমাদের কাজ আরো সহজ হয়েছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ডের সিইও নাসের এজাজ বিজয় বলেন, আমাদের গ্রাহকদের চাহিদা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। তাই আমাদের প্রয়োজন এমন একটি ইকোসিস্টেম যার মাধ্যমে আমরা নতুন নতুন সল্যুশন, আইডিয়া ও ব্যবসায়িক মডেল আনতে পারবো। এক্ষেত্রে অব্যাহত সহযোগিতা এবং উদ্ভাবনী সেবার মাধ্যমে আমাদের গ্রাহকদের আরো মানসম্মত সেবা দিতে সহায়তা করার জন্য রবিকে ধন্যবাদ।

চুক্তি সই অনুষ্ঠানে রবির চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো. আদিল হোসেন নোবেল, এন্টারপ্রাইজ বিজনেসের ভাইস প্রেসিডেন্ট ফাহমিদুল হাসান, জেনারেল ম্যানেজার নাফিজ আহমেদ সাইদ, কি অ্যাকাউন্ট ম্যানেজার তাসকিনা ইসলাম এবং স্ট্যান্ডার্ড চার্টার্ডের হেড অব রিটেইল ব্যাংকিং সাব্বির আহমেদ, হেড অব কার্ডস সোহেল আলিম, হেড অব আনসিকিউরড প্রডাক্টস তৌফিক ইমাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।