ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে।  

রোববার (০১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ঐতিহ্যবাহী অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।

 

জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে 
এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ অনেকে।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পৃথিবীর যেসব রাষ্ট্র বিজ্ঞান চর্চায় এগিয়ে গেছে, তারাই আজ সমগ্র বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে। তাই বাংলাদেশের তরুণ প্রজন্মকেও বিজ্ঞান চর্চার মাধ্যমে এগিয়ে যেতে হবে। তরুণ প্রজন্ম বিজ্ঞানকে আকড়ে ধরে এগিয়ে গেলে বাংলাদেশ জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ হবে।  

আলোচনা শেষে অতিথিরা বিভিন্ন স্কুল প্রদর্শিত ৩৫টি প্রদর্শনী স্টল ঘুরে দেখেন।  

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।