ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফেসবুক থেকে অনুদান পেতে যা করবেন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
ফেসবুক থেকে অনুদান পেতে যা করবেন ফেসবুক

মহামারি করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত সারাবিশ্ব। এমন পরিস্থিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থ সহায়তা দিচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।

তবে এই আর্থিক সহায়তা পেতে রয়েছে কিছু শর্ত।  

এই সহায়তা পাওয়ার জন্য আবেদন করতে হবে পাঁচটি ধাপে। কিছু প্রশ্নের উত্তর দেওয়া ও ডকুমেন্টস দেওয়ার মাধ্যমে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয় হচ্ছে:

১. অন্তত ২ থেকে ৫০ জন কর্মী থাকতে হবে।
২. ব্যবসায়ের বয়স হতে হবে কমপক্ষে এক বছর।
৩. করোনাকালে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন প্রমাণ থাকতে হবে।
৪. আপনার ব্যবসায় সম্পর্কে ফেসবুক খোঁজখবর রাখতে পারবে এমন যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে।
৫. আবেদনের জন্য ফেসবুকে বিজনেস পেজ একটি ভেরিফাইড ই-মেইল থাকতে হবে।
৬. থাকতে হবে ব্যবসায় প্রতিষ্ঠানের নির্দিষ্ট কার্যালয়।
৭. শুধুমাত্র অনলাইনে কার্যক্রম থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
৮. থাকতে হবে ব্যবসায়ের লাইসেন্স।
৯. অফিসিয়াল রেজিস্ট্রেশন।
১০. অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে পার্টনারশিপ লাইসেন্স।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।