ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অনলাইনে কোরবানির পশু কেনায় ফ্রি হোম ডেলিভারি দিচ্ছে রবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
অনলাইনে কোরবানির পশু কেনায় ফ্রি হোম ডেলিভারি দিচ্ছে রবি

ঢাকা: আসন্ন ঈদুল-আজহা উপলক্ষে ধন্যবাদ গ্রাহকদের জন্য অনলাইনে কোরবানির পশু কেনায় ফ্রি হোম ডেলিভারি সুবিধা দিচ্ছে দেশের শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড।
 
কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতেও যেন গ্রাহকদের কোরবানির পশু কেনার আনন্দ ম্লান না হয় এজন্য বেশ কয়েকটি ভেরিফায়েড ও নির্ভরযোগ্য অনলাইন গবাদি পশু বিক্রেতাদের ধন্যবাদ কার্যক্রমের আওতায় একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মে এনেছে রবি।

 
 
বুধবার (২২ জুলাই) রবি এক বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকার গ্রাহকরা গরুচাই ডটকম, অথবা ডটকম, ই-অর্ডার, সবকিছু ডটকম, ফ্রেশ মিট অ্যান্ড অ্যাগ্রো, বাই অ্যান্ড বাজার থেকে সেবাটি নিতে পারবেন। আরবি’স অ্যাগ্রো ডটকম, আরবান ডেইরি ফার্ম ও চাটগাইয়্যা অ্যাগ্রো ফার্ম থেকে চট্টগ্রামের এবং জারিফ ডেইরি ফার্ম থেকে সেবাটি নিতে পারবেন কুমিল্লার গ্রাহকরা।
 
নির্ভরযোগ্য এই অনলাইন প্ল্যাটফর্মগুলো থেকে পশু কেনার ক্ষেত্রে ফ্রি হোম ডেলিভারির পাশাপাশি বিশেষ অফার হিসেবে রবির গ্রাহকদের জন্য থাকছে ওজন মাপার যন্ত্র, মশলার প্রাইস বান্ডেলের ওপর ছাড় এবং মিট বক্স। ঢাকার গ্রাহকদের জন্য কসাই সেবাও দিচ্ছে সবকিছু ডটকম।
 
বিস্তারিত https://bitly.com/RobiEidOffers ভিজিট করে জানা যাবে।
 
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।