ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের হুমকি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জুলাই ৪, ২০২০
ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের হুমকি

ঢাকা: বর্ধিত ভ্যাট-ট্যাক্স বাতিল না হলে দেশের বিভিন্ন অঞ্চলে কিছু সময়ের জন্য ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বন্ধ করার হুমকি দিয়েছে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি।

শনিবার (৪ জুলাই) বাজেট পরবর্তী প্রতিক্রিয়া জানাতে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আমিনুল হাকিম এ ঘোষণা দেন।

তারা জানান, বাজেটে বর্ধিত ভ্যাট-ট্যাক্স কমানো না হলে আগামী জুলাই মাস থেকেই বাড়ছে ব্রডব্যান্ড ইন্টারনেটর দাম।

 

আইএসপিএবির নেতারা বলেন, চলতি অর্থবছরের বাজেটে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ওপর প্রায় ১৫ শতাংশ ভ্যাট-ট্যাক্স বাড়ানো হয়েছে। এছাড়াও বেড়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় জরুরি নানা যন্ত্রাংশের দাম।  

'সরকারের নানা মহলে যোগাযোগ করেও এর কোনো সুরহা হয়নি বলেও অভিযোগ তাদের। জুলাইয়ের মধ্যে বর্ধিত ভ্যাট-ট্যাক্স বাতিল না হলে দেশের বিভিন্ন অঞ্চলে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বন্ধ হতে পারে। '  

আইএসপিএবির পরিসংখ্যান অনুযায়ী দেশে প্রায় ৮০ লাখ ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ রয়েছে। যার মাধ্যমে কমপক্ষে তিন কোটি গ্রাহক ইন্টারনেট ব্যবহার করছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০২০
এমআএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।