ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঢাকার কিছু এলাকায় নেটওয়ার্ক বিড়ম্বনায় টেলিটকের গ্রাহকেরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, জুন ১৩, ২০২০
ঢাকার কিছু এলাকায় নেটওয়ার্ক বিড়ম্বনায় টেলিটকের গ্রাহকেরা

ঢাকা: রাজধানীর কিছু এলাকায় রাষ্ট্রীয় মোবাইল ফোন অপারেটর টেলিটকের নেটওয়ার্ক সেবা বিঘ্ন হচ্ছে। এতে ভয়েস কল, এসএমএস এবং ইন্টারনেট সেবা নিতে বিড়ম্বনায় পড়েছেন গ্রাহকরা।

শনিবার (১৩ জুন) আনুমানিক সকাল সাড়ে ৭টা থেকেই এই সমস্যা হচ্ছে জানিয়ে ভুক্তভোগী গ্রাহকেরা বলছেন, সন্ধ্যে সাড়ে সাতটায়ও তা ঠিক হয়নি।

এ বিষয়ে টেলিটক কর্তৃপক্ষের সঙ্গে টেলিটক নম্বরে যোগাযোগ করা যায়নি।

তবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বিকেলে বাংলানিউজকে বলেন, টেলিটকের সার্কিটের সমস্যা হয়েছিল বিদ্যুৎজনিত কারণে। তারা এটা নিয়ে কাজ করতেছে। আশা করছি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে।

টেলিটক ব্যবহারকারী শ্যামলীর প্রশান্ত মিত্র বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ইন্টারনেট ব্যবহারের সময় হঠাৎ করে কানেকশান অফ হয়ে যায়। পরে বেশ-কয়েকবার চেষ্টা করে মোবাইল রিস্টার্ট দিয়েও আর কানেকশান পাইনি। এরপর থেকে ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করলেও বার বার অপারেশন ফেইলড লেখা আসছে। তবে দুপুরের পর থেকে ইনকামিং কল আসছে। কিন্তু আউটগোয়িং কল যাচ্ছে না।

প্রশান্ত বলেন, এখনো একই সমস্যা দেখাচ্ছে, ইন্টারনেট কানেকশানও পাওয়া যাচ্ছে না।

মিরপুর থেকে একজন টেলিটক গ্রাহক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফেসবুকে লিখেছেন, ‌‌‘সারাদিন মোবাইল থেকে কাউরে কল দিতে পারছি না। কল করলেই টেলিটক সুললিত কণ্ঠে বলছে, ‌There is a problem with your account. Please contact with the customer centre. এরপর কাস্টমার সেন্টারে কল করলেও একই গান শোনাচ্ছে। অসুবিধাটা আসলে টেলিটকের না, অসুবিধা আমার নিজেরই। আমি সেই ... যে কিনা দেশিয় সার্ভিস ব্যবহার করবো বলে টেলিটকের সিম নিয়েছিলাম। দেশ যেমন সব খাতে দুর্বার গতিতে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে, টেলিটকও তার সঙ্গে পাল্লা দিয়ে সমানতালে এগিয়ে চলেছে। আমি ... কেবল তাদের গতির সঙ্গে পাল্লা দিতে পারি নাই। তাই নিজের মোবাইল থেকে কাউরে কল দিতে পারছি না। '

মোহাম্মদপুরের গ্রাহক হাবিবুর রহমান জানান, দুপুর থেকে তিনি সমস্যায় পড়েছেন। আউটগোয়িং কল কেটে যাচ্ছে।

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক সাহাব উদ্দিন সাংবাদিকদের বলেন, সকাল ৮টার দিকে মগবাজার ও গুলিস্তান এলাকায় নেটওয়ার্ক স্টেশনে বৈদ্যুতিক গোলযোগে ক্ষতিগ্রস্ত হয়। এরপর মিরপুরসহ রাজধানীর কয়েকটি এলাকায় গ্রাহকরা নেটওয়ার্ক সমস্যায় পড়েন।

তবে দুপুর সাড়ে ১২টা নাগাদ দুটি নেটওয়ার্ক স্টেশন মেরামত শেষ হয় জানিয়ে তিনি বলেন, গ্রাহকরা পুনরায় স্বাভাবিকভাবে সেবা পেতে শুরু করেছেন। যন্ত্রপাতি ঠিক করার পর তা পুনরায় চালু করতে কিছুটা সময় লাগে। অল্প সময়ে সমস্যা কেটে যাবে।

মিরপুর, ধানমন্ডি, শ্যামলী, মোহাম্মদপুরে এই সমস্যা থাকলেও আজিমপুর ও শনির আখড়া এলাকায় দু’জন গ্রাহকের সঙ্গে কথা বলে জানা গেছে তারা সমস্যায় পড়েননি।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জুন ১৩, ২০২০
এমআইএইচ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।