ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সচিবালয়ে পিআইডি কর্মীর পকেটে মোবাইল বিস্ফোরণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, জুন ৩, ২০২০
সচিবালয়ে পিআইডি কর্মীর পকেটে মোবাইল বিস্ফোরণ মোবাইল বিস্ফোরণের পরবর্তী অবস্থা

ঢাকা: সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) এক কর্মচারীর পকেটেই একটি মোবাইল বিস্ফোরণ ঘটেছে। এতে ওই কর্মী প্যান্টের পকেট পুড়ে পায়ের কিছু অংশও পুড়ে গেছে। 

পিআইডিতে প্রধান তথ্য কর্মকর্তার পিএ’র রুমে বুধবার (৩ জুন) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা। প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিস্ফোরণের পর তিনি ধোঁয়া দেখেছেন বলেও জানান।
 
কর্মকর্তারা জানান, নিজ দপ্তরে বসে অফিস করছিলেন হিসাব অফিস সহকারী তোফায়েল আহমেদ। হঠাৎ করে পকেটে রাখা একটি মোবাইল ফোন বিস্ফোরণ হয়। এসময় ধোঁয়া ও তীব্র গন্ধ পাওয়া যায়। এতে তার পকেট ও পায়ের কিছু অংশ পুড়ে যায়। মোবাইলের ব্যাটারি গলে তরল দ্রব্য নিচে নেমে গেলে পায়ের কিছু অংশ পুড়ে যায়।
  
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুন ০৩, ২০২০
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।