ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুগল ডুডলে কবি নজরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, মে ২৫, ২০২০
গুগল ডুডলে কবি নজরুল গুগলের ডুডলে জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।

ঢাকা: জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের হোমপেজ ডুডলে দেখা যাচ্ছে বাংলাদেশের জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে। বাংলা ভাষার কিংবদন্তি তুল্য এ কবিকে তার ১২১তম জন্মদিনের শ্রদ্ধা জানিয়ে গুগলের এ ডুডল প্রকাশ। 
 

সোমবার (২৫ মে) কবি কাজী নজরুল ইসলামের ১২১তম জন্মদিন পালিত হচ্ছে। এদিনে গুগল ডট কম ডট বিডি ছাড়াও কবি নজরুলের ডুডল দেখা যাচ্ছে কেন্দ্রীয় সার্চ ইঞ্জিন গুগল ডট কমেও।

ডুডলে দেখা যায়, হাতে কবিতার ডায়েরি নিয়ে আছেন কবি নজরুল। আর ডায়েরির পাতাগুলো থেকে কবিতা ছড়িয়ে পড়েছে। জাতীয় কবির বিদ্রোহী রূপের প্রতিও সম্মান জানিয়েছে গুগল।

মূল ছবির ব্যাকগ্রাউন্ড এ আগুনের লেলিহান শিখা ছড়িয়ে কবিতা লিখতে দেখা যায় কবিকে।

ডুডলটিতে ক্লিক করলে নজরুল ইসলাম সম্পর্কিত বিভিন্ন তথ্য পাওয়া যায়। নজরুলের বিভিন্ন ছবি ও আসে এতে। এছাড়াও নজরুলের বিভিন্ন গান এর ভিডিও দেখার জন্য একটি বিশেষায়িত ইউটিউব লিংক ও পাওয়া যাবে এতে।  

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, মে ২৫, ২০২০
এসএইচএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।