ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রিয়েলমি সি থ্রি পাওয়া যাচ্ছে শুধু ইভ্যালিতে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, মে ১৮, ২০২০
রিয়েলমি সি থ্রি পাওয়া যাচ্ছে শুধু ইভ্যালিতে রিয়েলমি সি৩ পাওয়া যাচ্ছে শুধু ইভ্যালিতে

ঢাকা: জনপ্রিয় মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড রিয়েলমির সি৩ (সি-থ্রি) মডেলের হ্যান্ডসেট পাওয়া যাচ্ছে ইভ্যালি ডট কম ডট বিডিতে। এক এক্সক্লুসিভ লঞ্চিংয়ের আওতায় শুধু ই-কমার্সভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালিতে পাওয়া যাবে রিয়েলমির নতুন এই ডিভাইসটি।

ইভ্যালি এবং রিয়েলমি সূত্রে জানা যায়, এবারই প্রথম একত্রে বিশেষায়িতভাবে কোনো ডিভাইস বাজারে আনতে যাচ্ছে প্রতিষ্ঠান দুইটি। ফলে রিয়েলমি সি৩ মডেলের এই হ্যান্ডসেটটি শুধু পাওয়া যাবে মার্কেটপ্লেসটিতে।

কোনো মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ডকে এমন বিশেষায়িতভাবে বাজারে নিয়ে আসার ঘটনা ইভ্যালির জন্যও এবারই প্রথম।

সোমবার (১৮ মে) থেকে ইভ্যালির ওয়েবসাইট (www.evaly.com.bd) এ আগ্রহী ক্রেতাদের জন্য লাইভ হবে পণ্যটি। সেখানেই অর্ডার দিয়ে ঘরে বসেই ডিভাইসটির ডেলিভারি পাবেন গ্রাহকেরা।

এ বিষয়ে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, যাত্রার শুরু থেকেই বিভিন্ন ব্র্যান্ডের ও মডেলের স্মার্টফোন ডিভাইস ইভ্যালি তার গ্রাহকদের আকর্ষণীয় অফারে দিয়ে আসছে। এতে করে অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন ‘হাই-অ্যান্ড’ ডিভাইসও গ্রাহকেরা অনেক কম দামে কেনার সুযোগ পেয়েছেন। তবে এবারই প্রথম কোন মোবাইল ফোন ব্র্যান্ড এক্সক্লুসিভভাবে ইভ্যালির সঙ্গে তার নতুন মডেল বাজারে ছাড়ছে। দেশের সব থেকে বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালিকে বেছে নেওয়ার জন্য আমরা রিয়েলমির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

আমাদের প্ল্যাটফর্মে প্রায় ২২ লাখ নিবন্ধিত গ্রাহক আছেন। অর্থাৎ এই ২২ লাখ স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে থেকে রিয়েলমি সহজেই তাদের সম্ভাব্য গ্রাহক পেয়ে যাবে বলে আমরা আশা করি। একইসঙ্গে মোবাইল পণ্য নিয়ে ইভ্যালির প্রতি গ্রাহকদের যে আকাঙ্ক্ষা ও প্রত্যাশা সেটিও আরেক দফায় পূরণ হবে।

রিয়েলমি বাংলাদেশের ব্র্যান্ডিং পরিচালক নিওন শি বলেন, বিশ্বের দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে রিয়েলমি সম্প্রতি বিশ্বে ৩৫ মিলিয়ন গ্রাহক অর্জনের মাইলফলক অর্জন করেছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আরও বেশি সংখ্যক গ্রাহকদের আমাদের প্রযুক্তি পণ্যের সংস্পর্শে আনার। এমনই প্রেক্ষাপটে ইভ্যালিকে আমাদের অংশীদার হিসেবে পেয়ে আমরা আনন্দিত।  

৯৯০ টাকা মূল্যছাড়ে ফ্রোজেন ব্লু এবং ব্লেজিং রেড এই দুই রঙের রিয়েলমি সি৩ ডিভাইসটির দাম পড়বে ১০ হাজার টাকা। তবে ভিসা ডেবিট ও ক্রেডিট কার্ড সংরক্ষণ করে ইভ্যালিতে প্রথম দুইবারের কেনাকাটায় ডিভাইসটি কেনা হলে সঙ্গে থাকছে আরও ২০ শতাংশ অর্থাৎ দুই হাজার টাকা মূল্যছাড়।

ডিভাইসটির বিভিন্ন প্রযুক্তিগত দিক সম্পর্কে রিয়েলমি জানায়, দেশের প্রেক্ষাপটে প্রথমবারের মতো মিডিয়াটেকের কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন শক্তিশালী হেলিও জি সেভেন্টি গেমিং প্রসেসর থাকছে ডিভাইসটিতে। দারুণ সব ছবি তোলার জন্য এতে থাকছে এআই প্রযুক্তি সম্পন্ন তিনটি ব্যাক ক্যামেরা। এগুলোর মধ্যে ১২ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। একইসঙ্গে আকর্ষণীয় সেলফি তোলার জন্য এতে আছে ৫ মেগাপিক্সেলের এআই ফ্রন্ট পোর্ট্রেট ক্যামেরা। আর এই সবকিছুর ঝকঝকে অভিজ্ঞতা পাওয়া যাবে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস মিনি ড্রপ কর্নিং গরিলা গ্লাস ৩ এর সুরক্ষিত পর্দায়।

৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি রিয়েল মি সি৩’কে সচল রাখবে দীর্ঘক্ষণ। অন্য ডিভাইস চার্জ দেওয়ার জন্য এতে আছে রিভার্স চার্জিং প্রযুক্তি সুবিধাও।

অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক রিয়েলমি ইউআই অপারেটিং সিস্টেমের ডিভাইসটিকে দুর্দান্ত গতি দেবে ৩ গিগাবাইটের র‌্যাম। সঙ্গে থাকছে ৩২ গিগাবাইট বিল্ট ইন রম মেমরি।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, মে ১৮, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।