ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

করোনা ভাইরাস: চীনে সব স্টোর বন্ধ ঘোষণা করছে অ্যাপল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
করোনা ভাইরাস: চীনে সব স্টোর বন্ধ ঘোষণা করছে অ্যাপল

আগামী ৯ ফেব্রুয়ারি নাগাদ (রোববার) চীনে সব ধরনের স্টোর বন্ধ ঘোষণা করতে যাচ্ছে অ্যাপল। প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় কর্মীদের সুরক্ষায় আগাম পদক্ষেপ হিসেবে এ উদ্যোগ নিয়েছে প্রযুক্তি জায়ান্টটি।

এ বিষয়ে এক বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, চিকিৎসা বিশেষজ্ঞদের সবশেষ সতর্কতা ও পরামর্শ অনুযায়ী আমাদের কর্মীদের সুরক্ষায় প্রাথমিক পদক্ষেপ হিসেবে চীনে সব করপোরেট অফিস, স্টোর এমনকি কন্টাক সেন্টার বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।  

স্টোরগুলো ফের দ্রুত চালু করার পদক্ষেপের অংশ হিসেবে ‘শিগগিরই’ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

এর আগে চলতি সপ্তাহের প্রথমে চীনে তিনটি স্টোর বন্ধ করে দেয় অ্যাপল। করোনা ভাইরাস দ্রুত বিস্তার লাভ করায় সতর্কতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এরইমধ্যে বিভিন্ন ফুড চেইনশপ চীনে তাদের আউটলেট সাময়িক বন্ধ করে দিয়েছে। যার মধ্যে রয়েছে ম্যাকডোনাল্ডস, স্টারবাক।

তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান চীনে তাদের কর্মীদের বাড়িতে অবস্থান করে কাজ করতে বলেছে। একইসঙ্গে ১ ফেব্রুয়ারি (শনিবার) থেকে অপ্রয়োজনীয় ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শেষ খবর পর্যন্ত চীনে ২৫৯ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে মোট আক্রান্তের সংখ্যা বলা হচ্ছে ১১ হাজার ৭৯১ জন। আর চীনের বাইরে অন্তত ২০টি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি এ তথ্য জানায়।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৫৯ জনের মৃত্যু হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭৯১ জন।

কমিশন জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে ১ লাখ ১৮ হাজারেরও বেশি মানুষ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। চীনের হুবেই প্রদেশের উহান সিটিতে সর্বাধুনিক সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে এ রোগের চিকিৎসায়।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।