ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চট্টগ্রামে হয়ে গেলো আইটি ফেয়ার

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
চট্টগ্রামে হয়ে গেলো আইটি ফেয়ার আইটি ফেয়ারের উদ্বোধনকালে এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম।

ঢাকা: ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ও আইটি খাত বিকাশের লক্ষে শেষ হলো তিন দিনব্যাপী এশিয়ান ডেটা প্লেজের তৃতীয় চট্টগ্রাম আইটি ফেয়ার-২০২০।

চট্টগ্রামের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এ আইটি ফেয়ারের আয়োজন করা হয়। যৌথভাবে এ মেলার আয়োজন করেছিল চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং সোসাইটি অব চট্টগ্রাম আইটি প্রফেশনালস (এসসিআইটিপি)।

মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, মো. আবদুল্লাহ ফরিদ (সভাপতি) চট্টগ্রাম আইটি সোসাইটি প্রফেশনালস।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।