ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টুইটারের গ্রাহক ১৪ কোটি ৫০ লাখ ছাড়িয়েছে!

শাহেদ কামাল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১০
টুইটারের গ্রাহক ১৪ কোটি ৫০ লাখ ছাড়িয়েছে!

সামাজিক নেটওয়ার্কিং সাইট টুইটারের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ কোটি ৫০ লাখে। এ মাইলফলক সৃষ্টির পেছনে আছে টুইটারের মোবাইলভিত্তিক ব্যবহারকারীরা।

টুইটারের প্রধান নির্বাহী ইভান উইলিয়াম এ তথ্য প্রকাশ করেন।

উল্লেখ্য, চার মাস আগে টুইটারের মোট নিবন্ধিত ব্যবহারকারী ছিল ১০ কোটি ৫০ লাখ। অর্থাৎ টুইটারে গড়ে প্রতিদিন তিন লাখ নতুন ব্যবহারকারী যুক্ত হচ্ছে। তথ্যসূত্র মতে, টুইটারে ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে ভূমিকা রাখছে মোবাইলভিত্তিক টুইটার ব্যবহারকারীরা। কারণ টুইটারে যুক্ত হওয়া নতুন ব্যবহারকারীদের শতকরা ১৬ ভাগই মোবাইল ফোনের মাধ্যমে টুইটারে নিবন্ধিত হয়।

টুইটার সূত্র মতে, মোবাইল ফোনে এ সাইটের অ্যাপলিকেশনভিত্তিক মানোন্নয়নে এ সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। অন্যদিকে আইপ্যাডে টুইটার অ্যাপলিকেশন যুক্ত করা নতুন ব্যবহারকারীর সংখ্যা বাড়াতেও ভূমিকা রাখছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৪৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।