ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৪র্থ শিল্পবিপ্লব: বিনিয়োগ করবে ইজেনারেশন-হাইবার ইন্ডিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৯
৪র্থ শিল্পবিপ্লব: বিনিয়োগ করবে ইজেনারেশন-হাইবার ইন্ডিয়া চুক্তি সই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ছবি: বাংলানিউজ

ঢাকা: চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তিতে বিনিয়োগের মাধ্যমে একসঙ্গে কাজ করবে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ইজেনারেশন এবং ভারতের হইবার টেকনোক্র্যাট।

শনিবার (৫ অক্টোবর) দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সইয়ের বিষয়টি জানানো হয়।  এর আগে শুক্রবার (৪ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে অনুষ্ঠিত ভারত-বাংলাদেশ বিজনেস ফোরামে দুটি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়।

চুক্তি অনুযায়ী, ইজেনারেশন ও হাইবার ইন্ডিয়া চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তিতে প্রয়োজনীয় গবেষণা ও দক্ষতা উন্নয়নের জন্য বিনিয়োগকালীন উভয় দেশের মধ্যে জ্ঞান ও প্রযুক্তি বিনিময় করবে।

ইজেনারেশন গ্রুপের চেয়ারম্যান শামীম আহসান এবং হাইবার টেকনোক্র্যাট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাঙ্গেশ ওয়াদাজে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
এসএইচএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।