ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইফোন ১১’র উৎপাদন বাড়াতে বললো অ্যাপল

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৯
আইফোন ১১’র উৎপাদন বাড়াতে বললো অ্যাপল আইফোন ১১’র নতুন মডেলের সংগৃহীত ছবি

প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তার ফ্ল্যাগশিপ আইফোনের নতুন মডেল ‘আইফোন ১১’র উৎপাদন ৮০ লাখ পিস (প্রায় ১০ শতাংশ) বাড়াতে সরবরাহকারীদের বলেছে। যা আইফোনের বাজার ঊর্ধ্বমুখী হওয়ার ঈঙ্গিত দিচ্ছে।

বিশ্বস্ত সূত্রের বরাতে প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।  

ওই সূত্র জানায়, এর আগে অ্যাপল তার আইফোনের সরবরাহ নিয়ে একেবারেই চুপ ছিলো, বিশেষ করে আইফোনের শেষ চারটি মডেলের বিষয়ে।

 

মূলত আইফোন ১১’র তূলনামূলক কমদামি নতুন মডেল দুটির কাটতিই বাজার ঊর্ধ্বমুখীতে প্রভাব ফেলেছে। একইসঙ্গে এক হাজার ৯৯ ডলারের আইফোন ১১ প্রো ম্যাক্স’র অর্ডার খানিকটা কমিয়েছে অ্যাপল।

গত ১০ সেপ্টেম্বর আইফোন ১১, আইফোন ১১ প্রো এবং আইফোন ১১ প্রো ম্যাক্স- তিনটি নতুন মডেল উন্মুক্ত করে অ্যাপল।  

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।