ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সিনিয়র সচিবের মর্যাদা পেলেন বিসিএসসিএলের চেয়ারম্যান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
সিনিয়র সচিবের মর্যাদা পেলেন বিসিএসসিএলের চেয়ারম্যান

ঢাকা: বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৯ আগস্ট) এক আদেশে জানায়, বিসিএসসিএল চেয়ারম্যান পদে অধিষ্ঠিত থাকাকালীন সিনিয়র সচিবের পদমর্যাদা ও বিধি মোতাবেক আনুসঙ্গিক সুযোগ-সুবিধা দেওয়া হলো।

বিটিআরসির চেয়ারম্যান পদে মেয়াদ শেষে গত বছরের ১১ জুলাই ড. শাহজাহান মাহমুদকে বিসিএসসিএলের সদস্য করার পাশপাশি কোম্পানি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত করা হয়।


 
বিসিএসসিএল বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সফলভাবে উৎক্ষেপণ করে। স্যাটেলাইটের সার্বিক বিষয় দেখভাল করছে বিসিএসসিএল।

২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন মেট্রো আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী শাহজাহান মাহমুদ অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে ২০১৮ সালের ১১ মে পর্যন্ত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই আদেশে তাকে বিটিআরসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।