ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্কাইপিতে একসঙ্গে ১০টি ভিডিও কল!

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১০
স্কাইপিতে একসঙ্গে ১০টি ভিডিও কল!

বিশ্বব্যাপী বহুল আলোচিত ইন্টারনেটনির্ভর কলসেবা স্কাইপির নতুন সংস্করণ উন্মুক্ত হল। এটি স্কাইপি বেটা পাঁচ এর দ্বিতীয় সংস্করণ।

নতুন এ সংস্কণের আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এর মাধ্যমে ১০টি ভিডিও কল একসঙ্গে করা যাবে। এ মুহূর্তে সফটওয়্যারটি নির্দিষ্ট ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাচ্ছে।

স্কাইপি সূত্র জানিয়েছে, ১০টি ভিডিও কল করার সুবিধা ছাড়াও স্কাইপিতে আরও কিছু বৈশিষ্ট্য যুক্ত হয়েছে। যেমন কল রিকভারি এবং কিনার ইউজার ইন্টারফেস।

তাছাড়া স্কাইপিতে কথাবার্তার মানোন্নয়নে আরও কাজ চলছে। আর এ সফটওয়্যারের ব্যবহারবিধি আগের সংস্করণের তুলনায় বেশ সহজ করা হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।