ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফেসবুক বিভ্রাট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫১ ঘণ্টা, জুলাই ৪, ২০১৯
ফেসবুক বিভ্রাট ফেসবুক লোগো

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ বিভ্রাট ঘটেছে। বিশ্বব্যাপী এ সমস্যা তৈরি হয়েছে বলে জানা গেছে।

বুধবার (৩ জুলাই) রাতে ব্যবহারকারীরা ফেসবুকের মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে টেক্সট আদান-প্রদান করতে পারলেও ছবি ডাউনলোড করতে পারছেন না। এমনকি ছবি দেখাও যাচ্ছে না।

ফলে মেসেঞ্জার ভিত্তিক যাদের যোগাযোগের কাজ তারা বিপত্তিতে পড়েছেন। তবে অডিও ও ভিডিও কলের ক্ষেত্রে সমস্যা হচ্ছে না।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক কর্মকর্তা বাংলানিউজকে জানিয়েছেন, ফেসবুকের মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের সমস্যাটি বিশ্বব্যাপী।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৯
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।