ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অ্যাপল টিভির নতুন সংস্করণ আসছে

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১০
অ্যাপল টিভির নতুন সংস্করণ আসছে

প্রযুক্তি পণ্য নির্মাতা অ্যাপল বিনোদন অগ্রগতিতে অ্যাপল টিভির নতুন সংস্করণ বাজারে ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। অ্যাপলের নতুন সংস্করণের টিভি মাধ্যমে মিউজিক, চলচ্চিত্র এবং টিভি শো উপভোগ করা যাবে।

যা ইন্টারনেট থেকে সরাসরি টিভিতে উপভোগ্য।

অ্যাপলের আগের তুলনায় নতুন সংস্করণ আরও সুলভ মূল্যে ক্রয় করতে পারবে আগ্রহী ক্রেতারা। উল্লেখ্য, প্রথম প্রজন্মের অ্যাপল টিভির নির্ধারিত মূল্যে ছিল ২৯৯ ডলার। তবে নতুন মূল্যে নির্ধারণে চাহিদার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। এ মুহূর্তে পণ্যটি যুক্তরাষ্ট্রের বাজারে মাত্র ৯৯ ডলারে পাওয়া যাবে।

এছাড়াও অ্যাপল বিভিন্ন সেবা মাধ্যম যেমন এবিসি, ফক্সের সঙ্গে সেবা মনোন্নয়নে যোগসূত্র স্থাপন করছে। এরই মধ্যে আলোচনা ফলপ্রসূ হওয়ায় মাধ্যমগুলোর থেকে আরও বাড়তি সেবা পাওয়ার সম্ভাবনা আছে। অ্যাপল টিভির মানোন্নয়নকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে অ্যাপল। এ মুহূর্তে তাদের এ অভিপ্রায় সফল বাস্তবায়নের কথাই বলছে।

বাংলাদেশ স্থানীয় সময় ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।