ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পরমাণু শক্তিচালিত আইসব্রেকার উদ্বোধন করেছে রাশিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, মে ২৬, ২০১৯
পরমাণু শক্তিচালিত আইসব্রেকার উদ্বোধন করেছে রাশিয়া আইসব্রেকার

ঢাকা: রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের বালটিক শিপইয়ার্ডে পরমাণু শক্তিচালিত অত্যাধুনিক আইসব্রেকার ‘উরাল’ এর উদ্বোধন করা হয়েছে। 

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন (রোসাটম) শনিবার (২৫ মে) এ আইসব্রেকারের উদ্বোধন করে।  

ফলে সারাবছর ধরে নর্দার্ন সি রুটে নৌ চালনা অব্যাহত রাখার মাধ্যমে আর্কটিক অঞ্চলের বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর ক্ষেত্র আরও এক ধাপ এগিয়ে গেলো।

রোসাটমের ২২২২০ প্রকল্পের অধীনে পরিকল্পনাধীন তিনটি আইসব্রেকারের প্রথম হচ্ছে এই ‘উরাল’। বাকি দু’টি আইসব্রেকার ‘আর্কটিক’ ও ‘সিবির’ যুক্ত হলে এটি হবে বিশ্বের বৃহত্তম ও শক্তিশালী আইসব্রেকার বহর।  

রোববার (২৬ মে) রোসাটমের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৭৩ মিটার দীর্ঘ আইসব্রেকারটিতে প্রথমবারের মতো বসানো হয়েছে দু’টি উচ্চ দক্ষতাসম্পন্ন ও কমপ্যাক্ট আরআইটিএম-২০০ পারমাণবিক রিয়্যাক্টর, যেগুলোর সম্মিলিত উৎপাদন ক্ষমতা ৩৫০ মেগাওয়াট। আইসব্রেকারটি ৩ মিটার পুরু বরফ কেটে অগ্রসর হতে সক্ষম। আইসব্রেকারটির আরও একটি অনন্য বৈশিষ্ট হলো এর ডাবল ড্রাফট ডিজাইন। এর ফলে প্রয়োজন অনুসারে ব্যালাস্ট ট্যাঙ্ক সমন্বয়ের মাধ্যমে জাহাজের ড্রাফট পরিবর্তন করে আর্কটিক সাগর বা অগভীর জলপথে চলাচল করতে সক্ষম। আইসব্রেকারটিতে ব্যবহৃত আরআইটিএম-২০০ পারমাণবিক রিয়্যাক্টর ভবিষ্যতে ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ব্যবহারের পরিকল্পনা করছে রসাটম।  

উরালের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ বলেন, সারা বছর ধরে নর্দার্ন সি রুটে নৌ চলাচল অব্যাহত রাখার জন্য আমাদের কৌশলগত প্রকল্পের কেন্দ্রে রয়েছে উরাল এবং এর সহযোগী আইসব্রেকারগুলো। আমাদের লক্ষ্য হলো ২০২৪ সাল নাগাদ নর্দার্ন সি রুটে ৮ কোটি মেট্রিক টন মালামাল পরিবহন।  

২০২৭ সাল নাগাদ ২২২২০ প্রকল্পের অধীনে আমরা আরও দু’টি পারমাণবিক আইসব্রেকারের পরিকল্পনা করছি। এগুলোর নির্মাণ সংক্রান্ত চুক্তি চলতি বছরের আগস্ট মাসের শেষ নাগাদ সম্পাদিত হবে বলে আশা করা যাচ্ছে।

রোসাটম যে ৮ কোটি মেট্রিক টন মালামাল পরিবহনের লক্ষ্যমাত্রা অর্জন করেছে তার মধ্যে রয়েছে ৪.৭ কোটি মেট্রিক টন প্রাকৃতিক গ্যাস, ২.৩ কোটি মেট্রিক টন কয়লা, ৫০ লাখ টন তেল, ৫০ লাখ টন ভারী শিল্প মালামাল ও যন্ত্রপাতি এবং ১০ লাখ টন মেটাল। নর্দার্ন সি রুট অবকাঠামো উন্নয়নে রোসাটম রুশ সরকারের সার্বিক সহযোগিতায় নেতৃস্থানীয় ভূমিকা পালন করছে।  

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মে ২৬, ২০১৯ 
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।