ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মোবাইল ইন্টারনেট-ভয়েস প্যাকেজের মেয়াদ ন্যূনতম তিনদিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
মোবাইল ইন্টারনেট-ভয়েস প্যাকেজের মেয়াদ ন্যূনতম তিনদিন মোবাইল ফোন ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সংগৃহীত ছবি

ঢাকা: মোবাইল ফোনের সব ধরনের প্যাকেজের মেয়াদ ন্যূনতম তিনদিন নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর করার নির্দেশনা দিয়ে মোবাইল ফোন অপারেটরগুলোকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

এতে বলা হয়েছে, সব ধরনের প্যাকেজ/অফার/বান্ডেলের মেয়াদ হবে ন্যূনতম তিনদিন।

৩০ দিন পর নির্দেশনাটি পর্যালোচনা করা হবে। আর নির্দেশনাটি কার্যকর হবে ১ ফেব্রুয়ারি।  

চিঠিতে আরো বলা হয়েছে, একজন গ্রাহক সর্বোচ্চ ৫ টাকা পে-পার ইউজ প্রক্রিয়ায় ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন। নির্ধারিত সীমা ৫ টাকা অতিক্রান্ত হলে গ্রাহককে মোবাইল ইন্টারনেট ব্যবহারের জন্য ইন্টারনেট প্যাকেজ, বান্ডেল বা অফার সাবস্ক্রাইব করতে হবে। এটি ২৭ জানুয়ারি থেকে প্রযোজ্য হবে।

আর অটো-রিনিউ ফিচার চালুকৃত ইন্টারনেট প্যাকেজ/বান্ডেল/অফারগুলো ক্রয়কৃত ইন্টারনেট ভলিউম অথবা মেয়াদোত্তীর্ণ হওয়া মাত্রই প্যাকেজ/বান্ডেল/অফারটি ফের চালু হয়ে যাবে। যদি গ্রাহক অটো-রিনিউ ফিচার চালু না করে থাকেন সেক্ষেত্রে উপরের নির্দেশটি অর্থাৎ ৫ টাকা পে-পার ইউজ প্রযোজ্য হবে। এটিও ২৭ জানুয়ারি থেকে প্রযোজ্য হবে।  

প্যাকেজ/বন্ডেল/অফারের সর্বোচ্চ সংখ্যা পরবর্তীতে নির্ধারণ করে দিয়ে নির্দেশনা জারি করা হবে বলে জানিয়েছে বিটিআরসি।  

মোবাইল অপারেটরগুলো ইচ্ছামতো প্যাকেজের অফার দিয়ে গ্রাহককে প্রলুব্ধ করে থাকে। এর পরিপ্রেক্ষিতে বিটিআরসি এ নির্দেশনা দিলো।

বিটিআরসি’র একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, ভয়েস কল ও ডাটা প্যাকেজের ক্ষেত্রে এসব নির্দেশনা প্রযোজ্য হবে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।