ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শিশু হয়রানির দায়ে ফেসবুক অভিযুক্ত

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১০
শিশু হয়রানির দায়ে ফেসবুক অভিযুক্ত

বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক সাইট ফেসবুকের মাধ্যমে শিশুদের হয়রানি করার কারণে অস্ট্রেলিয়ান পুলিশ ফেসবুককে সতর্ক করে দিয়েছে।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) সূত্র জানিয়েছে, ফেসবুক চাইল্ড পর্ণোগ্রাফি প্রচার ও প্ররোচনায় আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে।

 ফেসবুকে এ বিষয়ে রীতিমতো বহু সংখ্যাক সিন্ডিকেটও তৈরি হয়েছে। এরই মধ্যে অস্ট্রেলিয়া, ব্রিটেন এবং কানাডায় ১১ জনকে অবৈধ অনলাইন পর্ণোগ্রাফি প্রচারণার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

এ প্রসঙ্গে এএফপির হাই-টেক ক্রাইম অপারেশন ম্যানেজার নেইল জানান, এরই মধ্যে সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে পর্ণোগ্রাফির ফলে শিশুরা ব্যক্তিকেন্দ্রিক হয়রানি এবং প্রতারণার শিকার হচ্ছে। ফলে একদিকে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে সামাজিক নেটওয়ার্ক সাইটগুলোর ভবিষ্যৎ। অন্যদিকে ব্যক্তি সচেতনতা এবং গোপনীয়তার প্রতিও গুরুত্ব বাড়ানোর কথা উল্লেখ করেন নেইল।

বাংলাদেশ স্থানীয় সময় ২১৩৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।