ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডিজিটাল ওয়ার্ল্ড মাতাবেন আইয়ুব বাচ্চু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
ডিজিটাল ওয়ার্ল্ড মাতাবেন আইয়ুব বাচ্চু আইয়ুব বাচ্চু

ঢাকা: বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হওয়া ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭'তে অংশগ্রহণকারী দর্শনার্থীদের সুরের ঝর্ণা ধারায় মাতাতে আসছে ব্যান্ড দল আইয়ুব বাচ্চুর এলআরবি।

শুক্রবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বিআইসিসির উন্মুক্ত মঞ্চে আইয়ুব বাচ্চু একাধিক সঙ্গীত পরিবেশন করবেন বলে জানিয়ছেন আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের।

এলআরবির পাশাপাশি উদীয়মান সঙ্গীত শিল্পী পুলক, গান বাংলার ঐশিও সঙ্গীত পরিবেশন করবেন।

গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া ডিজিটাল ওয়ার্ল্ডে কনসার্টটি দর্শনার্থীদের বাড়তি বিনোদন যোগাবে।

সরকারি-বেসরকারি সংস্থা-প্রতিষ্ঠানের তথ্য প্রযুক্তির প্রসারের উদ্ভাবনীমূলক বিষয়বস্তু নিয়ে চলা ডিজিটাল ওয়ার্ল্ড শেষ হবে শনিবার।

দর্শনার্থীরা বিনামূল্যে রেজিস্ট্রেশন করে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রত্যক্ষ করতে পারছেন আইসিটির নানা উদ্ভাবন।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
এমআইএইচ/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।