ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফের বেস্ট হ্যান্ডসেট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেলো সিম্ফনি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
ফের বেস্ট হ্যান্ডসেট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেলো সিম্ফনি

ঢাকা: দেশি-বিদেশি সেরা ৩৫টি ব্র্যান্ডকে পুরস্কৃত করেছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) ও বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান মিলওয়ার্ড ব্রাউন।

গত ২৫ নভেম্বর রাজধানীর একটি হোটেলে ‘সেরা ব্র্যান্ড পুরস্কার ২০১৭’ শীর্ষক এ সম্মাননা দেওয়া হয়। ভোক্তাদের ওপর গবেষণা জরিপের মাধ্যমে প্রতিবছর বাংলাদেশে ব্যবসারত সেরা ব্র্যান্ডগুলোকে এ পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি মোবাইল টানা তৃতীয়বারের মতো জিতে নিয়েছে বেস্ট হ্যান্ডসেট ব্র্যান্ডের পুরস্কার। মোবাইল ফোন ক্যাটাগরিতে সিম্ফনি এই পুরস্কার জিতে নেয়। এছাড়া দ্বিতীয় পুরস্কার পেয়েছে স্যামসাং এবং তৃতীয় হয়েছে হুয়াওয়ে।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং কান্টার মিলওয়ার্ড ব্রাউনের যৌথ প্রযোজনায় এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।

প্রায় পাঁচ হাজার ভোক্তার ওপর জরিপ করে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। এক্ষেত্রে দেশি-বিদেশি অনেক মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ডকে ছাপিয়ে প্রথম স্থানটি অধিকার করে নিলো সিম্ফনি মোবাইল।  

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।