ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফেসবুকে লগ ইন করতে গিয়ে সমস্যায় অনেকেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
ফেসবুকে লগ ইন করতে গিয়ে সমস্যায় অনেকেই ফেসবুকে লগ ইন করতে গিয়ে সমস্যায় অনেকেই

ঢাকা: হঠাৎ করেই নিজের অ্যাকাউন্টে লগ ইন করতে পারছিলেন না ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই।

যুক্তরাজ্য সময় বুধবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টা থেকে কিছু সময়ের জন্য বিশ্বের বিভিন্ন দেশের ফেসবুক ব্যবহারকারীরা এই সমস্যায় পড়েন বলে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে।

তবে এর কিছুক্ষণ পরেই ফেসবুক কর্তৃপক্ষ সমস্যা খুঁজে বের করে তা সমাধান করেছে বলেও জানা গেছে। এদিন বিশ্বব্যাপী ফেসবুকের সাইট ডাউন হলেও কিছু কিছু ব্যবহারকারীর ক্ষেত্রে এমনটি ঘটেনি বলেও সংবাদে জানানো হয়েছে।

সূত্র বলছে, বর্তমানে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে কোনো সমস্যা ছাড়াই ফেসবুক ব্যবহার করা যাচ্ছে।

শুরুতে ব্যবহারকারীরা তাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে চাইলে পেজ লোড হচ্ছিলো না। এ ছাড়া কোথাও আবার দুই একটি নির্দিষ্ট পেজ লোড নিয়েছে। বুধবার ফেসবুকের হাজার হাজার ভুক্তভোগী ব্যবহারকারী এমন অভিযোগ করেছেন।

তবে ফেসবুক ওয়েবসাইটের সমস্যা পর্যবেক্ষণকারী ‘ডাউন ডিটেক্টর’ এর মাধ্যমে জানা গেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কয়েকটি স্থানে ফেসবুকের এই সমস্য ধরা পড়ে, যা পরবর্তীতে সমাধান করা হয়েছে।

বাংলাদেশ সময়:  ০১২০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
এসআইজে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।