ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পকেট ডিএসএলআর নিয়ে এলো সিম্ফনি!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৭
পকেট ডিএসএলআর নিয়ে এলো সিম্ফনি! সিম্ফনির স্টলে দর্শনার্থীদের ভিড়- ছবি: ডিএইচ বাদল

ঢাকা: দেশের নম্বর ওয়ান মোবাইল ফোন ব্র্যান্ড সিম্ফনি প্রযুক্তিপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেছে। ক্রেতাদের পছন্দ ও সাধ্যের কথা ভেবে প্রতিষ্ঠানটি বাজারে এনেছে বিভিন্ন ধরনের মোবাইল সেট। যার মধ্যে রয়েছে ডিএসএলআর-এ ছবি তোলার সুবিধা সম্পন্ন মোবাইল সেটও।

শনিবার (০৫ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত তিন দিনব্যাপী স্মার্টফোন ও ট্যাব এক্সপোর শেষ দিনে গিয়ে দেখা গেছে, সিম্ফনির যেকোনো মোবাইল সেট কিনলেই পাওয়া যাচ্ছে ৫ শতাংশ পর্যন্ত ছাড়।

সিম্ফনির সেলস এক্সিকিউটিভ মো. আরিফ বাংলানিউজকে বলেন, মেলা উপলক্ষে এ ছাড় চলছে।

তবে বাজারে ক্রেতাদের সাধ্যের কথা ভেবে সব শ্রেণীর জন্যই আমাদের ফোন রয়েছে। এক্ষেত্রে ৪ হাজার ৯৫০ টাকা দিয়েও আমরা ফোন দিচ্ছি।

কথা বলছিলেন প্রযুক্তিপ্রেমি অনামিকা মণ্ডল। ‘সিম্ফোনির মোবাইল সেটগুলো দেখতে স্মার্ট, ব্যবহারও সহজ। তাই আগেও এ মোবাইল ফোন ব্যবহার করেছি। আজ (৫ আগস্ট) আরেকটি কেনার জন্য এসেছি। ’

মেলায় সিম্ফোনির SYMPHONY Z9 মডেলের সেটটির প্রতি ক্রেতাদের বেশি আগ্রহ লক্ষ্য করা গেছে। এই সেটটি ব্যাটারি ক্ষমতা ৩ হাজার অ্যাম্পিয়ার। ডুয়েল ব্যাক ক্যামেরা দেবে ডিএসএলআর এ ফটো তোলার সুবিধা। একে তারা বলছে ‘পকেট ডিএসএলআর’। ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার এ সেটের ডিসপ্লে ৫ দশমিক ৫ ইঞ্চি। ৭ দশমিক শূণ্য ৮ মিলিমিটার পুরু এ সেটটি দেখতে খুবই স্লিম আর হালকা।

১ দশমিক ৫ গিগ‍াহার্টজ অকটা কোর প্রসেসরে চালিত এ পকেট ডিএসএলআরের ৩ জিবি ডিডিআরথ্রি র‌্যাম দেবে দারুণ গতি। রয়েছে ৩২ রম। আধুনিক প্রযুক্তির সংমিশ্রণের মোবাইল সেটটির দাম ধরা হয়েছে ২১ হাজার ৯শ ৫০ টাকা।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৭
ইইউডি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।