ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিশ্বজুড়ে ফের সাইবার হামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
বিশ্বজুড়ে ফের সাইবার হামলা

ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে ফের সাইবার হামলা হয়েছে। ‘র‌্যানসমওয়্যার’ ছড়িয়ে বেশ কিছু বড় প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেমকে অকেজো করা হয়েছে বলে জানিয়েছে সুইস সরকারের তথ্যপ্রযুক্তি বিষয়ক সংস্থা।

মঙ্গলবারের (২৭ জুন) এই সাইবার হামলায় প্রাথমিকভাবে ইউক্রেন, রাশিয়া, ইংল্যান্ড ও ভারতের কিছু প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেম আক্রান্ত হয়েছে।  

রাশিয়ার তেল কোম্পানি ও দেশটির বিভিন্ন ব্যাংকের সার্ভ‍ারে সাইবার হামলা চালানো হয়।

এছাড়া ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রধান বিমানবন্দর এবং খ্যাতনামা শিপিং ফার্ম এপি মোলার-মায়েরস্ক’র নেটওয়ার্ক আক্রান্ত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।

গত ১৩ মে একযোগে বিশ্বের ৯৯টি দেশে বড় ধরনের সাইবার হামলা হয়। এতে আক্রান্ত হয় স্বাস্থ্য ও টেলিকমসহ বিভিন্ন খাতের বেশ কিছু বড় প্রতিষ্ঠানের নেটওয়ার্ক। এটি এক ধরনের র‌্যানসমওয়্যার’র (ম্যালওয়ার) মাধ্যমে করা হয়।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।