ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইউটিউবে তালিকাভিত্তিক নতুন উপস্থাপনা

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০
ইউটিউবে তালিকাভিত্তিক নতুন উপস্থাপনা

বিখ্যাত ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে জুড়ে গেছে নতুন ওয়েবপৃষ্ঠা। যেখানে ইউটিউবের বর্ষসেরা ভিডিওগুলোর তালিকা পাওয়া যাবে।

এ মুহূর্তে সর্বাধিক দেখা ভিডিওচিত্র এবং সব সময়ের জনপ্রিয় ভিডিওগুলো স্থান পাবে নতুন ওয়েবপৃষ্ঠায়।

সূত্রে জানা যায়, নতুন তালিকার বিভিন্ন বিভাগে বহুল বৈশিষ্ট্যের ভিডিও নিবন্ধিত থাকবে। ইউটিউবের নতুন ওয়েবপৃষ্ঠায় গত এক সপ্তাহে বা এক মাসে সবচেয়ে বেশি দেখা ভিডিও, সর্বাধিক জনপ্রিয় ভিডিও বা বেশি বিক্রিত ভিডিও নিয়ে আলাদা বিভাগ থাকবে।

প্রতি ওয়েবপৃষ্ঠায় ন্যূনতম ১০০টি ভিডিওচিত্র নিবন্ধিত থাকবে। আর প্রতিদিন গড়ে ৯০০টিরও বেশি ভিডিও নতুন তালিকায় প্রকাশ করা হবে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৩৪৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।