ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নেত্রকোনায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, জুন ৩, ২০১৭
নেত্রকোনায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু নেত্রকোনায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

নেত্রকোনা: ‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’-স্লোগানে নেত্রকোনায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে।

শনিবার (০৩ জুন) দুপুরে শহরের আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সপ্তাহের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক (ডিসি) ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু, নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান ও অতিরিক্ত পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের প্রমুখ।

বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহকে ঘিরে জেলা সদরসহ ১০ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ক্ষুদে বিজ্ঞানীরা বিদ্যালয়ে তাদের নতুন উদ্ভাবনী প্রযুক্তির পসরা সাজিয়ে তোলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জুন ০৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।