ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নাটোরে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ভূমিকা শীর্ষক সেমিনার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, মে ১৮, ২০১৭
নাটোরে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ভূমিকা শীর্ষক সেমিনার সেমিনার-ছবি: বাংলানিউজ

নাটোর: নাটোরের নলডাঙ্গায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস) শিক্ষার গুণগত মান অর্জনের লক্ষ্যে আইসিটি ইন এডুকেশন লিটারেসি প্রসারে ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’-এর ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১১টার দিকে নলডাঙ্গা উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করে উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।
 
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. রেজা হাসানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন- পৌর সভার মেয়র শফির উদ্দিন মণ্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মহুয়া পারভিন লিপি, মাধ্যমিক শিক্ষা অফিসার মগরেব আলী, কৃষি অফিসার আমিরুল ইসলাম, গুরুদাসপুর ও নলডাঙ্গা উপজেলা তথ্য ও প্রযুক্তি বিভাগের সহকারী প্রোগ্রামার মাহবুর রহমান, মাধনগর বিএম কলেজের অধ্যক্ষ নয়ন চন্দ্র প্রামানিক, প্রেসক্লাবের সভাপতি ডাঃ শেখ মজিবর রহমান, মাধনগর বিএম কলেজের আইসিটি বিষয়ক প্রভাষক বিথিকা সরকার, নলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন অর রশিদ, সহকারী শিক্ষক বিলাস মৈত্র, কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তপতী রানী সরকার প্রমুখ।


 
সেমিনার শেষে ইন্টারনেট সপ্তাহে অংশগ্রহণকারী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, মে ১৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।