ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কেরানীগঞ্জে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, মে ১৬, ২০১৭
কেরানীগঞ্জে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে তিন দিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে কেরানীগঞ্জের নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ আয়োজিত এ মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহে এলিদ মাইনুল আমীন।

এতে বক্তব্য রাখেন- ঢাকা জেলা পরিষদ সদস্য সোহরাব হোসেন খোকন, শিলারা ইসলাম, উপজেলা প্রোগ্রামার শারমিন আক্তার ও পরিসংখ্যান কর্মকর্তা মাহমুদা খানম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।