ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টেলিযোগাযোগ বিভাগ পরিদর্শনে জয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, মে ৮, ২০১৭
টেলিযোগাযোগ বিভাগ পরিদর্শনে জয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ফাইল ছবি

ঢাকা: ডাক ও টেলিযোগাযোগ বিভাগ পরিদর্শনে করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

সোমবার (০৮ মে) বিকেলে সচিবালয়ে জয়কে ফুল দিয়ে স্বাগত জানান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম।
 
এ সময় টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর শিকদার, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ উপস্থিত ছিলেন।


 
বেলা সাড়ে তিনটার দিকে বিভাগের সম্মেলন কক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দফতরগুলোর প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে  বৈঠকে বসেন সজীব ওয়াজেদ জয়।
 
এর আগে, গত ফেব্রুয়ারি মাসে টেলিযোগাযোগ বিভাগ পরিদর্শনে এসে মোবাইল ফোন অপারেটরদের প্রযুক্তি নিরপেক্ষতা (যে কোনো তরঙ্গে যে কোনো প্রযুক্তি সেবা) সুযোগ দেওয়ার বিষয়ে নির্দেশনা দিয়েছিলেন তিনি।
 
সবার জন্য উচ্চগতির ইন্টারনেট এবং সেবার মান উন্নয়নে দীর্ঘ দিন প্রযুক্তি নিরপেক্ষতা চেয়ে আসছে অপারেটররা। প্রযুক্তি নিরপেক্ষতার জন্য ফি দিতে হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এমআইএইচ/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।