ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জিপি হাউজে ‘গেম জ্যাম’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, মে ৫, ২০১৭
জিপি হাউজে ‘গেম জ্যাম’

ঢাকা: ২৫টি দলের অংশগ্রহণে জিপি হাউজে শুক্রবার (০৫ মে) শুরু হয়েছে গেম জ্যাম।

বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহায়তায় গ্রামীণফোন ও হোয়াইট বোর্ড গেম জ্যামের আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি (এফবিসিসিআই) প্রেসিডেন্ট আব্দুল মতলুব আহমদ, আইসিটি ডিভিশনের মোবাইল গেম অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রজেক্টের স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট ডিরেক্টর ড. সেলিম খান, গ্রামীণফোনের সিসিএও মাহমুদ হোসেইন, অপেরার সাউথ এশিয়া গ্রোথ ডিরেক্টর হারসিমরান সিং, অ্যাপনোমেট্রি-এর কো-ফাউন্ডার রিয়াদ হোসেইনসহ অন্যরা।

 

এ আয়োজন শেষ হবে ৭ মে।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মে ০৫, ২০১৭
আরআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।