ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মাইক্রোম্যাক্সের নতুন সিরিজ ‘ইভোক’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
মাইক্রোম্যাক্সের নতুন সিরিজ ‘ইভোক’ মাইক্রোম্যাক্সের ‘ইভোক’

৪ হাজার এমএএইচ ব্যাটারি যুক্ত ইভোক এবং ইভোক নোট’র আনুষ্ঠানিক প্রকাশ করল মাইক্রোম্যাক্স। তবে ইভোক‘এ ৪ হাজার এমএএইচ ব্যাটারি থাকলেও ইভোক নোট’এ বাড়তি ফিচার হিসেবে শক্তিশালী ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
 

মাইক্রোম্যাক্সের এ পদক্ষেপ সম্পর্কে বলা হচ্ছে, ভারতীয় মোবাইল ফোনের বাজারের পুরোন জায়ান্ট প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স নতুনভাবে দুইটি স্মার্টফোন নিয়ে বাজারে ফিরেছে। স্মার্টফোন দুটির নাম ‘ইভোক এবং ইভোক নোট’ অনুযায়ী ফোন দুটির নকশা একই বলেও মন্তব্য করছে কেউ কেউ।

কম দামি এবং ক্রয় ক্ষমতার যোগ্য স্মার্টফোন প্রকাশ করায় প্রতিষ্ঠানটি বেশ জনপ্রিয়। এছাড়া এই কৌশলের কারণে মিডিয়াতে তাদের নিয়ে প্রচুর খবর হয়। সেই ধারাবাহিকতায় মাইক্রোম্যাক্সের নতুন স্মার্টফোন সিরিজ নিয়ে হাজির হওয়ার খবরটি এখন বেশ আলোচিত।

উভয় ফোনে উচ্চমাত্রার রেজ্যুলেশনের টাচস্ক্রিন রয়েছে। অ্যান্ড্রয়েড প্লাটফর্মের ডিভাইসগুলোর মতো এগুলো কার্য সম্পাদনে সক্ষম। কারণ শুরু থেকেই তারা মিডিয়াটেক কোয়াড কোর প্রসেসর ব্যবহার করছে।

রোজ গোল্ড রঙের ফোন দুটি এক ঝলক দেখেই যথেষ্ট আকৃষ্টকর বলেও মনে করা হচ্ছে। এগুলোর ফ্রন্ট ক্যামেরা যা  উচ্চমানের ক্যামেরার স্মার্টফোনগুলোর মতো ভালমানের সেলফি তুলতে সক্ষম।

মাইক্রোম্যাক্স ইভোকে দেওয়া অন্যান্য বিশেষ বৈশিষ্টসমূহ-ৠাম ২ জিবি, ৫ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, সুরক্ষায় আছে ২.৫ডি কার্ভড কর্নিং গোরিলা গ্লাস ৩, কোয়াড কোর মিডিয়াটেক প্রসেসর, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ যা মাইক্রোএসডি কার্ড দিয়ে ৬৪ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। ফ্রন্ট ক্যামেরা ৫ এমপি।

মাইক্রোম্যাক্স ইভোক নোটে আছে ৩ জিবি ৠাম, সাড়ে ৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, সুরক্ষায় ২.৫ ডি কার্ভড গ্লাস, মিডিয়াটেক এমটি৬৭৫৩ অক্টা কোর প্রসেসর।

এ ফোনের ইন্টারনাল স্টোরেজ ৩২ জিবি যা মাইক্রোএসডি কার্ড দিয়ে ৫৬৪ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। ফ্রন্ট ক্যামেরা ৫ এমপি।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
টিএস/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।