ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শাওমি’র ভার্চুয়াল রিয়েলিটি মি ভিআর প্লে ২

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
শাওমি’র ভার্চুয়াল রিয়েলিটি মি ভিআর প্লে ২ শাওমি’র ভার্চুয়াল রিয়েলিটি মি ভিআর প্লে ২

ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির মি ভিআর প্লে ২ হেডসেট উন্মুক্ত করছে শাওমি। চীনের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির এ হেডসেটের দাম ৯৯ ইউয়ান।

ডিভাইসটির অপশন থাকায় এটি মানুষেরে দৃষ্টি কাড়বে বলে আশা করা হচ্ছে। আর তা হলো বিকল্প হিসেবে সাশ্রয়ী মূল্যের কার্ডবোড ভিআর হেডসেট কেনোর সুযোগ।

স্মার্টফোন নির্মাতা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত শাওমি তাদের এই ডিভাইসটি এরইমধ্যে স্বদেশের বাজারে উন্মুক্ত করেছে। নতুন এই ভিআর হেডসেট হলো মি ভিআর প্লে’র পরবর্তী পণ্য। গত বছর এটি বাজারে ছাড়ে চীনা প্রতিষ্ঠানটি। ভারতের বাজারে এর মূল্য মাত্র ৯৯৯ রুপি।

এদিকে গ্যাজেট৩৬০ তাদের নতুন রিপোর্টে জানিয়েছে, ব্যবহারকারীদের বাড়তি সুবিধার কথা চিন্তা করে ডিভাইসটিতে আরামদায়ক সফ্টার ফেব্রিকের ব্যবহার করা হয়েছে।

এছাড়া এটি তাদের আগের হেডসেটের তুলনায় হালকা এবং এর পুরোটা জুড়ে ছোট ছোট ছিদ্র রয়েছে ব্যবহারের সময় শীতল ভাব অনুভবের জন্য।

ধারণা করা হচ্ছে, শাওমির নতুন ভিআর হেডসেটটি খুব শীঘ্রই আন্তর্জাতিক বাজারের জন্য ঘোষণা করা হবে। তবে এখন পর্যন্ত কিছু প্রতিষ্ঠানের প্রকাশিত ভিআর হেডসেটের কার্ডবোর্ড প্রকারটি তেমন গ্রাহক আকৃষ্ট করেনি।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।